প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব বাসন্তি পূজা। আজমান শহরে লোকনাথ সেবাশ্রমের আয়োজনে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে এই ঐতিহাসিক পূজা আয়োজন। চলবে আগামী ৭ এপ্রিল, সোমবার পর্যন্ত।
পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় আরব সাগরের তীরে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে। আয়োজকরা জানিয়েছেন, প্রবাসী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় চেতনা ও সংস্কৃতি লালনের লক্ষ্যে এই আয়োজন একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।
পাঁচ দিনব্যাপী এই পূজায় প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে দেবী দুর্গার নয়টি রূপের পূজা, যা পরিচিত চৈত্র নবরাত্রি নামে। পূজার প্রতিটি দিনেই রাখা হয়েছে ধর্মীয় অনুষ্ঠান, রামায়ণ পাঠ, ভক্তিমূলক সংগীত এবং সাংস্কৃতিক আয়োজন। ভক্তদের জন্য দুপুর ও রাতে প্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে।
লোকনাথ সেবাশ্রমের এক মুখপাত্র জানান, “এই প্রথমবারের মতো আয়োজিত বাসন্তি পূজাকে আমরা একটি সূচনা হিসেবে দেখছি। আমাদের ইচ্ছা, প্রতিবছর নিয়মিতভাবে এই পূজার আয়োজন অব্যাহত থাকবে।”
ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এই পূজা প্রবাসী হিন্দু সম্প্রদায়ের জন্য এক মিলনমেলায় পরিণত হয়েছে। ভক্তরা বলছেন, “বিদেশের মাটিতে এমন আয়োজন আমাদের হৃদয়ে গভীর প্রশান্তি এনে দিয়েছে। এটি কেবল পূজা নয়, বরং আমাদের ঐতিহ্য ও বিশ্বাসের প্রকাশ।"
বাসন্তি পূজার ঐতিহ্য অনুসারে, রামায়ণে উল্লেখ রয়েছে যে শ্রী রামচন্দ্র চৈত্র মাসে দেবী দুর্গার আরাধনা করেছিলেন রাবণবধের উদ্দেশ্যে। সেই ঐতিহ্য ধারণ করেই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই পূজা আজও পালিত হয়।
সংযুক্ত আরব আমিরাতের মতো বহুসাংস্কৃতিক সমাজে এই আয়োজন শুধু ধর্মীয় নয়, বরং সামাজিক ঐক্যের প্রতীক হিসেবেও মূল্যায়িত হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?