মাইক্রোসফটের ৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনীর সহায়তার অভিযোগ তুলে প্রো-প্যালেস্টাইন কর্মীদের বিক্ষোভে ব্যাহত হয় অনুষ্ঠান। AI প্রধান মোস্তাফা সুলেইমানের উপস্থাপনার সময় বিক্ষোভটি শুরু হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা বিল গেটস ও সাবেক সিইও স্টিভ বালমার।
এ সময় সুলেইমান যখন মাইক্রোসফটের AI সহকারী ‘কপাইলট (Copilot)’-এর ভবিষ্যৎ ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছিলেন, তখন মাইক্রোসফটের এক কর্মী ইবতিহাল আবুসসাদ হঠাৎ দর্শকসারিতে দাঁড়িয়ে চিৎকার করেন, “মোস্তাফা, তোমার লজ্জা হওয়া উচিত।” তিনি অভিযোগ করেন, মাইক্রোসফটের এআই প্রযুক্তি গাজায় ইসরায়েলি হামলাকে সহায়তা করছে এবং বলেন, “তুমি বলো এআই ভালো কাজে ব্যবহার করো, অথচ তা এখন গণহত্যার অস্ত্র!”
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। প্রতিবাদকারী আবুসসাদ মঞ্চের দিকে একটি কেফিয়েহ স্কার্ফ ছুড়ে দেন, যা বর্তমানে প্যালেস্টাইনিদের প্রতি সংহতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।
প্রতিবাদকারী আরও বলেন, “পঞ্চাশ হাজার মানুষ নিহত হয়েছে, আর মাইক্রোসফট এই গণহত্যাকে শক্তি জোগাচ্ছে। তোমার, আমার এবং পুরো মাইক্রোসফটের হাতে রক্ত লেগে আছে।”
মোস্তাফা সুলেইমান সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “তোমার প্রতিবাদের জন্য ধন্যবাদ, আমি তোমার কথা শুনছি।” এরপর নিরাপত্তাকর্মীরা ইবতিহাল আবুসসাদকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে দেন।
এই ঘটনা এমন এক সময়ে ঘটলো, যখন প্রযুক্তি খাতের অনেক প্রতিষ্ঠানকে যুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনে প্রযুক্তির ব্যবহার নিয়ে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?