clock ,

১০ দিনের রিমান্ডে সালমান-আনিসুলসহ ৫ জন

১০ দিনের রিমান্ডে সালমান-আনিসুলসহ ৫ জন

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় জিসান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে যাত্রাবাড়ী থানার মেহেদী হাসান হত্যা মামলায়ও আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

সোমবার সকালে এসব মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের ভিত্তিতে শুনানি শেষে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এই আদেশ দেন।

নতুন গ্রেফতার রিমান্ড আদেশ:
নতুন একটি মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, ডা. দীপু মনি, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে তাদের হাজির করা হয়। সেখানে সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার রিমান্ডে নেওয়ার আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।

সালমান এফ রহমান: যাত্রাবাড়ী থানার চারটি এবং মোহাম্মদপুর থানার একটি মামলায়।

ডা. দীপু মনি: যাত্রাবাড়ী থানার দুটি মামলায়।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন: যাত্রাবাড়ী থানার ছয়টি, মোহাম্মদপুর থানার দুটি, সুত্রাপুর থানার দুটি এবং খিলগাঁও থানার একটি মামলায়।

হাসানুল হক ইনু: যাত্রাবাড়ী থানার পাঁচটি মামলায়।

রাশেদ খান মেনন: যাত্রাবাড়ী থানার সাতটি, মোহাম্মদপুর থানার একটি এবং খিলগাঁও থানার একটি মামলায়।

আনিসুল হক: যাত্রাবাড়ী থানার পাঁচটি মামলায়।

সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ আরও কয়েকজনকে বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

শুনানির পক্ষে বিপক্ষে অংশগ্রহণ:
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অপরদিকে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন শ্রী প্রাণ নাথসহ একাধিক আইনজীবী।

এই মামলাগুলো নিয়ে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে, এবং সংশ্লিষ্টরা আইনি প্রক্রিয়ায় নিজেদের অবস্থান তুলে ধরছেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য