৫১তম আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৬ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এই টুর্নামেন্ট কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত হয়। ১৭ জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করে এবং ১৮ জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবসহ দেশের অন্যান্য গলফ ক্লাব এবং বিদেশি সদস্যদের মিলিয়ে প্রায় ৫০০ জন গলফার অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ হাসান (অব.) বিজয়ী হন, মেজর শেখ মো. ইউসুফ রেজা (অব.) রানার আপ এবং মিসেস শামীম আরা সাদেক লেডি উইনারের গৌরব অর্জন করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি; প্রিন্স আগা খাঁন কাউন্সিলের প্রেসিডেন্ট মাদাদ আলী ভিরানী; ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদ হোসেন, এসজিপি, এনডিসি, পিএসসি; টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.); ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল মো. শহিদুল হক (অব.); ক্লাব সেক্রেটারি কর্নেল এস এম সাজ্জাদ হোসেন, বিএসপি, এসপিপি, পিপিএম, এএফডব্লিউসি, পিএসসি; লেডি ক্যাপ্টেন প্রফেসর শাহীন মাহবুবা হক এবং ক্লাবের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনী ও প্রিন্স আগা খাঁন কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সামরিক ও বেসামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?