clock ,

১০৮ বছরের রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার স্কট বোলান্ড

১০৮ বছরের রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার স্কট বোলান্ড

টেস্ট ক্রিকেটে রূপকথার মতো এক অধ্যায় রচনা করলেন অস্ট্রেলিয়ান পেসার স্কট বোলান্ড। ১৯১৫ সালের পর এই প্রথম কোনো বোলার সবচেয়ে কম বোলিং গড়ের রেকর্ড গড়লেনবোলান্ডের গড় এখন মাত্র ১৭.৩৩।

জ্যামাইকার সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান তৃতীয় টেস্টে ৩৪ রানে উইকেট শিকার করেন তিনি। তার শিকার হন জন ক্যাম্পবেল (৩৬), শাই হোপ (২৩) শামার জোসেফ। এই পারফরম্যান্সে পেছনে ফেলেছেন ডেল স্টেইন, জাসপ্রীত বুমরাহ ফ্র্যাঙ্ক টাইসনের মতো কিংবদন্তিদের।

টেস্ট ইতিহাসে এর আগে এই রেকর্ডটি ছিল ইংল্যান্ডের সিড বার্নসের দখলে, যিনি ১৯০০ সালের পরের যুগের অন্যতম সেরা গড়ের বোলার হিসেবে পরিচিত ছিলেন।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তোলে ২২৫ রান। বোলান্ডের দুর্দান্ত বোলিংয়ের বদৌলতে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় মাত্র ১৪৩ রানে। ফলে ৮২ রানের লিড পায় সফরকারীরা। তবে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের দাপটে দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৯৯/৬। লিড ১৮১ রান, ক্রিজে তখন ছিলেন ক্যামেরন গ্রিন (৪২)* *প্যাট কামিন্স ()**

এই অনন্য অর্জনের মাধ্যমে বোলান্ড এখন টেস্ট ইতিহাসের অন্যতম সেরা বোলারদের তালিকায় স্থায়ী জায়গা করে নিয়েছেন। ১০৮ বছরের রেকর্ড ভেঙে তিনি হয়ে উঠেছেন আধুনিক যুগের তরুণ পেসারদের জন্য এক অনুপ্রেরণা।

বোলান্ডের এই অসাধারণ সাফল্য প্রমাণ করে, ধৈর্য, পরিশ্রম এবং নিখুঁত লাইন-লেংথই বোলিংয়ের আসল অস্ত্র। ক্রিকেটবিশ্ব এখন অপেক্ষায়, তার এই রূপকথার গল্প আর কতদূর এগোয়।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য