clock ,

জাপানি প্রাক্তন পর্ন তারকা রায়ে লিল ব্ল্যাক এখন মুসলিম

জাপানি প্রাক্তন পর্ন তারকা রায়ে লিল ব্ল্যাক এখন মুসলিম

জাপানের আলোচিত প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র অভিনেত্রী রায়ে লিল ব্ল্যাক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পর্ন ইন্ডাস্ট্রিতে লিল ব্ল্যাক নামে পরিচিত এই তারকা জানান, তিনি এখন আল্লাহর পথে জীবনযাপন করতে চান এবং ধর্মান্তরের পর নিজের নাম বদলে রেখেছেন নূরে ইস্তেকবাল।

সম্প্রতি মালয়েশিয়া সফরের সময় এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে তার জীবনে মানসিক আত্মিক পরিবর্তন আসে বলে জানান তিনি। তার ভাষায়, “টাকা-পয়সা, খ্যাতিসবকিছু ছিল, কিন্তু মনটা সবসময় ফাঁকা লাগত। সেই শূন্যতা থেকেই আমি ইসলামের পথ খুঁজে পাই।

২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের পর তিনি নিয়মিত রোজা রাখা, বোরখা পরিধান এবং নামাজ আদায় শুরু করেছেন। রমজান মাসে কুয়ালালামপুরের শ্রী সেন্দায়ান মসজিদে তার উপস্থিতি, বোরখা পরিহিত ছবি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

বর্তমানে নূরে ইস্তেকবাল নামে তিনি ইনস্টাগ্রাম টিকটকে ইসলাম ধর্মীয় কনটেন্ট তৈরি করছেন। তবে তার হঠাৎ এই রূপান্তর নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। কেউ কেউ এটিকেসস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টাবলে আখ্যা দিচ্ছেন।

সমালোচকদের কড়া জবাব দিয়ে এক ভিডিওবার্তায় তিনি বলেন, “আমি জান্নাতে যাব কি না, আমার পাপ ক্ষমাযোগ্য কি না, তা আল্লাহ জানেন। তোমাদের কাজ তোমাদের পথ দেখা, আমারটা আমিই ঠিক করে নেব।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য