clock ,

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, শহরে ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, শহরে ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ পদযাত্রাকে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) শহরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) নেতাকর্মীদের হামলায় রণক্ষেত্রে পরিণত হয় শহরটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিকেল সাড়ে ৩টার দিকে সমাবেশ শেষে পদযাত্রা শুরু করলে একদল সশস্ত্র হামলাকারী এনসিপি নেতাকর্মীদের ঘিরে ফেলে। চারদিক থেকে ঘিরে তাদের ওপর হামলার চেষ্টা চালানো হয় এবং পুলিশের গাড়ি আটকে দেওয়া হয়।
সময় সেনাবাহিনী পুলিশ সাউন্ড গ্রেনেড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিকল্প পথে ঘটনাস্থল ত্যাগ করেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, “আমরা শান্তিপূর্ণ পদযাত্রা করছিলাম। কিন্তু হঠাৎ করে শত শত আওয়ামী লীগ-যুবলীগ কর্মী এসে আমাদের ঘিরে ফেলে। আমরা এখন একটি জায়গায় অবরুদ্ধ। প্রশাসন আমাদের আশ্বাস দিলেও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ছিল না।

এর আগে দুপুরে গোপালগঞ্জ পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সমাবেশে থাকা নেতাকর্মীরা অভিযোগ করেন, ছাত্রলীগ কর্মীরা মঞ্চে হামলা চালিয়ে সাউন্ড সিস্টেম, চেয়ার মাইক ভাঙচুর করে।
তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির মো. সাজেদুর রহমান।

পদযাত্রাকে ঘিরে সকালে উত্তেজনার মধ্যে ইউএনও গাড়িবহরে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনী গোপালগঞ্জ কোটালীপাড়া, টেকেরহাট টুঙ্গিপাড়া সড়কে মোতায়েন রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে সাঁজোয়া যান (এপিসি)

পর্যন্ত সাতজনকে আটক করেছে সেনাবাহিনী। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, “জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এনসিপি ঘোষিতজুলাই পদযাত্রা’-এর অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে তাদেরমার্চ টু গোপালগঞ্জকর্মসূচি অনুষ্ঠিত হয়। তবে শান্তিপূর্ণ কর্মসূচি রূপ নেয় সহিংসতায়।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য