clock ,

হুথিদের ফের ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

হুথিদের ফের ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিকে আবারওবিদেশি সন্ত্রাসী সংগঠনহিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার ( মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তর এই ঘোষণা দেয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, হুথিদের কার্যক্রম মধ্যপ্রাচ্যে আমেরিকান নাগরিক নিরাপত্তা কর্মীদের জন্য হুমকি তৈরি করছে। পাশাপাশি এটি নিকটতম আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্যও বিপজ্জনক।

তিনি আরও বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র হুথিদের মতো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত কোনো দেশকে ছাড় দেবে না।"

হুথিদের নতুন করে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার ফলে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে। একইসঙ্গে এই গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট অন্য দেশ সংগঠনের বিরুদ্ধেও মার্কিন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতেও যুক্তরাষ্ট্র হুথিদেরসন্ত্রাসী সংগঠনঘোষণা করেছিল।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য