clock ,

বাংলাদেশের প্রথম ম্রো ভাষার সিনেমা ‘কিওরি পেক্রা উও’ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে

বাংলাদেশের প্রথম ম্রো ভাষার সিনেমা ‘কিওরি পেক্রা উও’ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে

বাংলাদেশের প্রথম ম্রো ভাষার চলচ্চিত্রকিওরি পেক্রা উও’ (ডিয়ার মাদার) এবার প্রদর্শিত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। আজ (স্থানীয় সময় বিকেল :৩০ মিনিটে) ইন্ডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ ক্যামব্রিজ আয়োজিত একটি বিশেষ স্ক্রিনিংয়ে এটি দেখানো হবে।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে। সেখানে এটি আদিবাসী সংস্কৃতি, কমিউনিটিভিত্তিক নির্মাণপ্রক্রিয়া মূলধারার বাইরে বিকল্প শিল্পচর্চা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তৈরি করেছে।

আন্তর্জাতিক পর্যায়েও সিনেমাটির প্রদর্শনী অব্যাহত রয়েছে। এর আগে এটি কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া এবং স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরায় দেখানো হয়েছে।

চলচ্চিত্রটির পরিচালক এসকে শুভ সাদিক জানিয়েছেন, এর নৃতাত্ত্বিক শৈল্পিক গুরুত্বের কারণে আমস্টারডামের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল সায়েন্স সিনেমাটিকে সংরক্ষণ করেছে। ফলে ভবিষ্যতে এটি গবেষক সিনেমাপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠবে। বিশেষ করে আদিবাসী সংস্কৃতি, প্রতিরোধমূলক চলচ্চিত্র এবং বিকল্প গল্প বলার কৌশল নিয়ে যারা গবেষণা করছেন, তাদের জন্য এটি এক অনন্য সম্পদ হিসেবে বিবেচিত হবে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য