clock ,

হামলার জেরে উত্তপ্ত উপমহাদেশ: পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ

হামলার জেরে উত্তপ্ত উপমহাদেশ: পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ

কাশ্মীরের নয়নাভিরাম পাহাড়ি শহর পহেলগাম যেন এক মুহূর্তেই পরিণত হলো রক্তাক্ত এক মৃত্যুকূপে। বৈসরণের তৃণভূমিতে পর্যটকদের ওপর চালানো বর্বর বন্দুক হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ২৬ জন, আহত আরও ডজনখানেক। ভয়াবহ এই ঘটনার পর শুধু কাশ্মীর নয়, কাঁপছে গোটা ভারত, উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক।

হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠীদ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) আর এই ঘটনার পরই দিল্লি থেকে এসেছে কড়া বার্তাভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের দিনের মধ্যে দেশত্যাগের নির্দেশ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, “২৭ এপ্রিল (রোববার) থেকে পাকিস্তানি নাগরিকদের জন্য ইস্যু করা সব বৈধ ভিসা বাতিল করা হলো। তবে মেডিকেল ভিসাধারীদের জন্য ছাড় থাকছে ২৯ এপ্রিল পর্যন্ত।

এই আদেশের ফলে ভারতে অবস্থানরত সব পাকিস্তানি নাগরিককে নির্ধারিত সময়ের মধ্যেই দেশ ছাড়তে হবে। একই সঙ্গে ভারতীয়দেরও পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দিল্লি।

হামলার প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কড়া ভাষায় জানিয়েছেন, “সন্ত্রাসবাদীরা যেখানেই থাকুক, তাদের খুঁজে বের করা হবে। এমন শাস্তি দেওয়া হবে, যা তারা কল্পনাও করতে পারবে না।

তিনি বলেন, “এই কাপুরুষোচিত হামলা ভারতের মনোবল ভাঙতে পারবে না। নিহতদের পরিবারের পাশে রয়েছে ভারত। সন্ত্রাসবাদ রুখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

গত মঙ্গলবার বিকেলে পহেলগামের বৈসরণ তৃণভূমিতে অবস্থিত একটি পর্যটক শিবিরে অতর্কিতে হামলা চালায় একদল অস্ত্রধারী। প্রাণভয়ে ছুটতে ছুটতে অনেকে প্রাণ হারান, আহত হন অন্তত ১২ জন। নিহতদের মধ্যে কয়েকজন বিদেশি পর্যটকও রয়েছেন বলে জানা গেছে।

সাধারণত শান্তিপূর্ণ পর্যটকপ্রিয় এলাকা হিসেবে পরিচিত পহেলগাম ধরনের সন্ত্রাসী হামলার শিকার হওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

এই হামলার পর শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, পারস্পরিক নিরাপত্তা শঙ্কাও নতুন মাত্রা পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে এমন উল্কা গতির সিদ্ধান্ত খুব কমই দেখা গেছে।

বিশ্লেষকরা বলছেন, “হামলার প্রতিক্রিয়ায় ভারতের এই কড়া অবস্থান পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ তৈরি করবে। তবে এতে উপমহাদেশে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা থেকেই যায়।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য