সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ গতকাল বৃহস্পতিবার সৌদি রিয়ালের নতুন প্রতীক অনুমোদন করেছেন। এর মধ্য দিয়ে দেশটির আর্থিক খাত নতুন অধ্যায়ে প্রবেশ করল।
সৌদি কেন্দ্রীয় ব্যাংক সৌদি অ্যারাবিয়ান মনিটারি অথরিটি (সামা)-র বরাতে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ), সৌদি গেজেট ও তুরস্কের ডেইলি সাবাহ এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি রিয়ালের প্রতীক উন্মোচন একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা দেশটির মুদ্রার আন্তর্জাতিক পরিচিতি আরও সুসংহত করবে। এসপিএ জানিয়েছে, নতুন প্রতীকটি সৌদি আরবের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটায়। এটি আরবি ক্যালিগ্রাফি থেকে অনুপ্রাণিত, যা ‘রিয়াল’ শব্দটিকে ফুটিয়ে তুলেছে।
সামার গভর্নর আয়মান আল-সায়ারি বাদশাহ সালমান ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে এই প্রতীক চালুর জন্য ধন্যবাদ জানিয়ে বলেন,“এই সিদ্ধান্ত সৌদি আরবের আর্থিক পরিচিতিকে স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সুদৃঢ় করবে।”গভর্নর আরও জানান নতুন প্রতীকটি আর্থিক ও বাণিজ্যিক লেনদেনে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে এটি কার্যকর করা হবে।
এসপিএ
জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে
জাতীয় পরিচিতি ও সাংস্কৃতিক সংযোগ
শক্তিশালী হবে।
সৌদি রিয়ালের গুরুত্ব বিশ্বব্যাপী বাড়বে। জি২০-তে সৌদি
আরবের অবস্থান আরও দৃঢ় হবে।
এছাড়া, বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় সৌদি রিয়ালের ক্রমবর্ধমান
ভূমিকা প্রতিফলিত হবে। সামা জানিয়েছে,
নতুন প্রতীক সৌদি রিয়ালকে স্থানীয়,
আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে
আরও সহজে উপস্থাপন করবে।
সকল আর্থিক ও বাণিজ্যিক লেনদেনে
ব্যবহারযোগ্য হবে।
সামার গভর্নর এই প্রতীক তৈরির প্রকল্পে অবদানের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়, গণমাধ্যম মন্ত্রণালয় এবং সৌদি মান, পরিমাপ ও গুণমান সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?