আগামী ১০ জুন ঢাকার মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে জাতীয় দল গুছিয়ে নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই অংশ হিসেবে ৫ জুন একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। যদিও এই ম্যাচের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি, তবে সুদান, সাইবেরিয়া এবং ভুটানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ফেডারেশন।
বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, ৩১ মে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। ওই দিনই আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করা হবে। একই সঙ্গে ৫ জুনের প্রস্তুতি ম্যাচও জাতীয় দলের প্রস্তুতির একটি বড় অংশ হিসেবে বিবেচনা করছে ফেডারেশন। সুদানের সঙ্গে ম্যাচ খেলার ব্যাপারে বাফুফে বেশ আশাবাদী, কারণ তারাও ঢাকায় খেলতে আগ্রহ প্রকাশ করেছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই জুনের ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হচ্ছে ইতালিপ্রবাসী তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলামকে। ভারতের বিপক্ষে মার্চে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে সৌদি আরবে দলের ক্যাম্প হলেও, তখনকার পরিকল্পনায় ছিলেন না ফাহমিদুল। তবে সিঙ্গাপুর ম্যাচের প্রেক্ষিতে তাকে স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
শুধু ফাহমিদুলই নয়, ইউরোপপ্রবাসী আরেক তরুণ খেলোয়াড় সামিত সোমকেও জুনের ম্যাচে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করছে ফেডারেশন। তাদের কাগজপত্র এবং প্রক্রিয়াগত বিষয়গুলো ইতোমধ্যেই চূড়ান্ত করার দিকে অগ্রসর হচ্ছে বাফুফে।
এছাড়া, কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার উপস্থিতিতে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে ভারতের বিপক্ষে ২৬ মার্চের শিলং ম্যাচ নিয়ে আলোচনা হয়। সেই ম্যাচে বাংলাদেশের জয় পাওয়ার সুযোগ থাকলেও, দল নির্বাচন ও ট্যাকটিকস নিয়ে প্রশ্ন উঠেছে। কমিটির অনেকেই কোচের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতের জন্য একটি ‘নির্বাচক কমিটি’ গঠনের প্রস্তাব দেন, যেখানে থাকবেন সাবেক জাতীয় দলের ফুটবলাররা। পাশাপাশি, গোলরক্ষকদের উন্নয়নের জন্য বিদেশ থেকে একজন গোলরক্ষক কোচ আনার পরামর্শও এসেছে সভায়।
সব মিলিয়ে, জুনের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাফুফে। অভিবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি, প্রস্তুতি ম্যাচ এবং টিম ম্যানেজমেন্টের কাঠামোতেও আসছে পরিবর্তনের ছাপ।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?