clock ,

আন্দোলনের মুখে কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ

আন্দোলনের মুখে কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর উপাচার্য অধ্যাপক . মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক . শেখ শরীফুল আলম শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, “কুয়েটের উপাচার্য সহউপাচার্যের পদত্যাগপত্র গৃহীত হওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগের দিন, বুধবার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার কুয়েটের উপাচার্য উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে সার্চ কমিটি গঠনের মাধ্যমে তাদের স্থলাভিষিক্ত নতুন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুয়েটে সাম্প্রতিক ঘটনাবলির পর উদ্ভূত পরিস্থিতি নিরসন এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখতে জ্যেষ্ঠ কোনো অধ্যাপককে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়ার কথাও জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য