clock ,

ইউক্রেনের হামলায় আহত রুশ সাংবাদিক নিকিতা গোলদিনের মৃত্যু

ইউক্রেনের হামলায় আহত রুশ সাংবাদিক নিকিতা গোলদিনের মৃত্যু


ইউক্রেনের কামানের গোলার আঘাতে গুরুতর আহত রুশ সাংবাদিক নিকিতা গোলদিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার তার কর্মস্থল রাশিয়ার সামরিক বাহিনীর মালিকানাধীন জাভেজদা টেলিভিশন তথ্য নিশ্চিত করেছে। 

গত ২৪ মার্চ ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের মস্কো-নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলে সাংবাদিকদের একটি দল হামলার শিকার হয়। ওই হামলায় নিকিতাসহ ছয়জন নিহত হন, যাদের মধ্যে দুজন সাংবাদিক এবং একজন গাড়িচালকও ছিলেন।

নিকিতা গোলদিন রুশ সামরিক বাহিনীর দৈনিক সংবাদপত্র ক্রাসনায়া জাভেজদা-তেও নিয়মিত লিখতেন। হামলার পর তাকে মস্কোর একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে বলেছে, দেশটি ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।

এদিকে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর থেকে অন্তত ১৫ জন সাংবাদিক যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য