বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পে মোট ৮৫০ মিলিয়ন ডলারের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই তহবিল ব্যবহার করা হবে চট্টগ্রামে বে টার্মিনালের মেরিন অবকাঠামো উন্নয়ন এবং দেশের জাতীয় সামাজিক সুরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে, যা কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।
এই চুক্তিসমূহে সই হয় বুধবার, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল এইচ. মার্টিন স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং দক্ষিণ এশিয়ার জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।
বিশ্বব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পে ৬৫০ মিলিয়ন ডলার এবং জাতীয় সামাজিক সুরক্ষা ব্যবস্থার জোরদারে ২০০ মিলিয়ন ডলার দেবে সংস্থাটি।
বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, “বাংলাদেশে প্রতি বছর প্রায় ২০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করে। তাদের জন্য মানসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্প দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, এটি দেশের রপ্তানি প্রতিযোগিতা বৃদ্ধিতেও সহায়ক হবে।”
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার সিদ্দিকী বলেন, “বাংলাদেশ ও বিশ্বব্যাংকের দীর্ঘদিনের অংশীদারিত্ব দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও জলবায়ু সহনশীল ভবিষ্যতের পথে আমাদের এগিয়ে নিয়ে যাবে।”
এই অর্থায়ন বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে এসেছে, যা স্বল্পোন্নত দেশগুলোকে সুদমুক্ত ও রেয়াতি ঋণ দিয়ে থাকে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বিশ্বব্যাংক ইতোমধ্যে ৪৫ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে, যার মধ্যে রয়েছে অনুদান ও সহজ শর্তে ঋণ।
আরও প্রয়োজন হলে, আমি এই প্রতিবেদনটির সংক্ষিপ্ত সংস্করণ বা সাহিত্যিক শৈলীর রূপও তৈরি করে দিতে পারি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?