clock ,

সিঙ্গাপুরের অধিকাংশ জেন-জি ‘বাই নাউ, পে লেটার’ পরিষেবা ব্যবহার করছে

সিঙ্গাপুরের অধিকাংশ জেন-জি ‘বাই নাউ, পে লেটার’ পরিষেবা ব্যবহার করছে

সিঙ্গাপুরে গত বছরে ৭০ শতাংশের বেশি জেনারেশন-জি (জেন-জি) তরুণবাই নাউ, পে লেটার’ (বিএনপিএল) পরিষেবা ব্যবহার করেছে। পেমেন্ট প্রসেসিং সংস্থা ওয়ার্ল্ডপের এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে, মিলেনিয়ালদের মধ্যে এই পরিষেবা ব্যবহারের হার ছিল ৪৭ শতাংশ, জেনারেশন এক্সে ২৮ শতাংশ এবং বেবি বুমারদের ক্ষেত্রে মাত্র ১৩ শতাংশ। মূলত কম আয়ের শিক্ষার্থী সদ্য স্নাতকদের লক্ষ্য করে পরিচালিত হয় এই পেমেন্ট সুবিধা, বিশেষ করে যাদের বার্ষিক আয় ২১ হাজার ৯৭০ ডলারের নিচে।

সিঙ্গাপুরের তরুণ ভোক্তাদের জন্য ক্রেডিট কার্ডের বিকল্প হয়ে উঠেছে বিএনপিএল পরিষেবা। অনেকেই এটি সহজ স্বল্পমেয়াদি অর্থনৈতিক সমাধান হিসেবে বেছে নিচ্ছেন। দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ প্রজন্ম তাদের দৈনন্দিন কেনাকাটা অন্যান্য ব্যয় মেটাতে এই পরিষেবার প্রতি বেশি ঝুঁকছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য