বিশ্বখ্যাত আধ্যাত্মিক নেতা, দানবীর ও উদ্যোক্তা প্রিন্স করিম আগা খান ৮৮ বছর বয়সে পর্তুগালের লিসবনে মৃত্যুবরণ করেছেন। তিনি শিয়া ইসলামের ইসমাইলি সম্প্রদায়ের ৪৯তম ইমাম ছিলেন এবং ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে দাদার স্থলাভিষিক্ত হন। তার দাতব্য সংস্থা আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (AKDN) বিশ্বব্যাপী স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগা খান সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করলেও ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন এবং ফ্রান্সে বসবাস করতেন। তিনি ইউরোপের অন্যতম সফল ঘোড়া প্রজননকারী হিসেবেও পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে ইসমাইলি সম্প্রদায় গভীর শোক প্রকাশ করেছে। উত্তরসূরি সম্পর্কে পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। আগা খান চতুর্থ তার তিন পুত্র ও এক কন্যাকে রেখে গেছেন।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?