সামরিক বাহিনীর বিভিন্ন সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। রবিবার (৯ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য বা তার সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা নৌবাহিনী, বিমানবাহিনী, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ, এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মোট ৮টি সংস্থার নাম পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত স্থাপনার নতুন নাম
বানৌজা
বঙ্গবন্ধু → বানৌজা খালিদ বিন ওয়ালিদ (চট্টগ্রাম,
নিউ মুরিং)
বানৌজা শেখ মুজিব → বানৌজা
ঢাকা (ঢাকা, খিলক্ষেত নামাপাড়া)
বানৌজা শেখ হাসিনা → বানৌজা
পেকুয়া (কক্সবাজার, পেকুয়া)
বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু → বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম একে
খন্দকার (ঢাকা সেনানিবাস, কুর্মিটোলা)
বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার → বাংলাদেশ অ্যারোনটিক্যাল সেন্টার (ঢাকা সেনানিবাস, কুর্মিটোলা)
বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্স → বিএএফএ কমপ্লেক্স (যশোর, বিএএফ একাডেমি)
শেখ হাসিনা কমপ্লেক্স (সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ)
→ ডিএসসিএসসি কমপ্লেক্স (ঢাকা, মিরপুর সেনানিবাস)
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর (প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণভবন কমপ্লেক্স) → প্রতিরক্ষা জাদুঘর (ঢাকা, শের-ই-বাংলা
নগর)
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সামরিক বাহিনীর নিরপেক্ষতা ও প্রতিষ্ঠানগত পরিচয়কে আরও সুসংহত করার লক্ষ্যে এসব স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত নামগুলোর মাধ্যমে সামরিক ইতিহাস ও বীরত্বপূর্ণ অবদানের প্রতি যথাযথ সম্মান জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?