clock ,

ঐতিহ্যের ধারায় ‘জামাই ইফতার’

ঐতিহ্যের ধারায় ‘জামাই ইফতার’

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নয়াদিয়ারি গ্রামে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী আনন্দঘন ইফতার আয়োজন— ‘জামাই ইফতার’! ৩০০ জন জামাইকে একত্রিত করে আয়োজিত এই বিশেষ মাহফিল পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে পারিবারিক সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়।

এই গ্রামের অন্যতম বিশেষত্ব হলোপূর্বপুরুষদের সময় থেকেই এখানকার ছেলেরা একই গ্রামের মেয়েদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে আসছেন। ফলে বাবা-দাদা, নানাসবারই শ্বশুরবাড়ি একই গ্রামে! সেই আত্মীয়তার সম্পর্ক আরও মজবুত করতেই গেল কয়েক বছর ধরে মাহে রমজানের ষষ্ঠ রোজায় আয়োজন করা হচ্ছেজামাই ইফতার

জামাইদের আপ্যায়নে সাজানো হয় সুগন্ধি পায়েশ, সেদ্ধ ডিম, পাকা কলা, নরম পাউরুটি, তাজা খেজুর শীতল শরবতসহ নানা মুখরোচক ইফতারি উপকরণ। গ্রামের বৃদ্ধ থেকে তরুণসব জামাই একত্রিত হয়ে একই টেবিলে ইফতার করেন, যা পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ তৈরি করে।

ইফতার আয়োজনে অংশ নেওয়া জামাইরা জানান, আয়োজন কেবল ইফতার মাহফিল নয়, বরং এক আবেগঘন মিলনমেলা, যেখানে ভালোবাসা পারিবারিক বন্ধন আরও গভীর হয়। আয়োজক কমিটির সদস্যরাও জানান, ভবিষ্যতেও তারা এই আয়োজন অব্যাহত রাখতে চান এবং এটি গ্রামের এক ঐতিহ্যে পরিণত হোক, সেটাই তাদের প্রত্যাশা।

এই ব্যতিক্রমী হৃদয়স্পর্শী আয়োজন নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ, যা পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করেছে। এমন উদ্যোগ যদি অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়ে, তবে সমাজে সম্প্রীতি সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য