মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছেন, যা আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রভাব ফেলতে পারে। আগামী সপ্তাহে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে জানা গেছে।
২০১৭ সালে প্রথম মেয়াদে ট্রাম্প সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন, যা পরবর্তীতে সুপ্রিম কোর্টের সমর্থন পেয়েছিল। নতুন নিষেধাজ্ঞা সেই পদক্ষেপের পুনরাবৃত্তি হতে পারে।
এই নিষেধাজ্ঞা কার্যকর হলে যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে বা বিশেষ অভিবাসী ভিসা নিয়ে পুনর্বাসনের জন্য অনুমোদন পাওয়া হাজার হাজার আফগান নাগরিক প্রভাবিত হতে পারেন। এরা ২০ বছরের যুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করায় তালেবানের প্রতিশোধের ঝুঁকিতে রয়েছেন।
নতুন নিষেধাজ্ঞার তালিকায় অন্যান্য দেশও থাকতে পারে, তবে সেসব দেশের নাম এখনও নিশ্চিত নয়। নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও বিস্তারিত তথ্যের জন্য সরকারি ঘোষণার অপেক্ষা করতে হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?