clock ,

আন্তর্জাতিক স্বীকৃতির পথে তালেবান? রাশিয়ার সিদ্ধান্তে জোরালো ইঙ্গিত

আন্তর্জাতিক স্বীকৃতির পথে তালেবান? রাশিয়ার সিদ্ধান্তে জোরালো ইঙ্গিত

আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবানের ওপর থেকে দীর্ঘ ২২ বছর পর "সন্ত্রাসী সংগঠন" হিসেবে আরোপিত তকমা তুলে নিয়েছে রাশিয়া। দেশটির সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানায়, যার মাধ্যমে মস্কো কাবুলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার পথ উন্মুক্ত হলো।

রাশিয়া ২০০৩ সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। সেই থেকে গোষ্ঠীর সদস্যদের সঙ্গে যোগাযোগ করাও ছিল দেশটির আইনে ফৌজদারি অপরাধ। তবে ২০২3 সালে রাশিয়ার আইন পরিবর্তনের মাধ্যমে সংগঠনগুলোকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষমতা দেওয়া হয় আদালতকে। সেই আইন অনুযায়ীই এবার তালেবানকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ তালিকা থেকে বাদ দেওয়া হলো।

বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই পদক্ষেপ আসলে আফগানিস্তানে তাদের ভূরাজনৈতিক প্রভাব জোরদার করার একটি কৌশল। সাম্প্রতিক সময়ে তালেবানের সঙ্গে রাশিয়ার যোগাযোগ কূটনৈতিক সম্পর্ক দৃঢ় হয়েছে। তালেবান সরকারের প্রতিনিধিরা আন্তর্জাতিক সম্মেলন আলোচনার জন্য একাধিকবার মস্কো সফর করেছেন।

এদিকে চীন ইতোমধ্যেই তালেবান সরকারের অধীনে কাবুলে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। ২০২৩ সালে চীন প্রথম দেশ হিসেবে এই সাহসী পদক্ষেপ নেয়, যা আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দেয়। রাশিয়ার এই সিদ্ধান্ত সেই ধারাবাহিকতারই একটি অংশ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

রাশিয়ার এই ঘোষণার মাধ্যমে তালেবান আন্তর্জাতিক স্বীকৃতির পথে আরেক ধাপ এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে। তবে এখনো পশ্চিমা দেশগুলোর বেশিরভাগই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চলেছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য