বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সময়টি খুব একটা ভালো যাচ্ছে না। অনেকেই হতাশ, অনেকে নানাভাবে কথা বলছেন। তবুও তিনি একজন আশাবাদী মানুষ হিসেবে বিশ্বাস করেন, সামনে ভালো সময় আসবে।
মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস–২০২৫’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আয়োজনটি করে সিভিক সংগঠন 'দ্য বাংলাদেশ ডায়ালগ (টিবিডি)'।
প্রজন্মগত দূরত্বের বিষয়টি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, "জেনারেশন গ্যাপ এখন অনেক বেশি। তরুণদের চিন্তা-ভাবনা বুঝতে আমাদের সময় লাগে, আবার আমাদের ভাবনাও ওদের পক্ষে ধরা কঠিন। এই দূরত্ব কমাতে না পারলে রাজনৈতিক সমস্যাগুলো আরও বাড়বে।"
তিনি আরও বলেন, “আমাদের পরিচয় বাড়াতে হবে তরুণদের সঙ্গে। ঢাকার চিন্তার সঙ্গে ঠাকুরগাঁওয়ের চিন্তার পার্থক্য রয়েছে—এই ব্যবধানও দূর করতে হবে। আমরা যে শক্তি তৈরি করতে চাই, যারা ভবিষ্যতে বাংলাদেশকে বদলে দেবে—তাদের সঙ্গে সেতুবন্ধ গড়া জরুরি।”
তরুণদের প্রশংসা করে বিএনপি মহাসচিব বলেন, “আমাদের তরুণরা অনেক বেশি যোগ্য হচ্ছে। ভবিষ্যতে তারা দেশের জন্য বড় ভূমিকা রাখতে পারবে। মতের অমিল থাকবে, বিতর্ক থাকবে—তবু আমরা মতপ্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দিই। এটিই হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি।”
অনুষ্ঠানে বিতর্কের ভাষা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আমার একটা আপত্তি আছে। আমরা কি ‘মাননীয় প্রধানমন্ত্রী’ বা ‘মাননীয় স্পিকার’ বলার সংস্কৃতি বাদ দিতে পারি না? আমার মনে হয়, এই ‘মাননীয়’ শব্দ থেকেই স্বৈরাচার জন্ম নেয়।”
বাংলাদেশে ক্ষমতায় আসার পর অনেকের মানসিকতার পরিবর্তন ঘটে বলেও মন্তব্য করেন তিনি। “আমাদের দেশে কেউ মন্ত্রী হলেই তার আচরণ পাল্টে যায়। সামনে-পেছনে প্রটোকল, গাড়ি, স্যালুট—এসব তাকে ধীরে ধীরে স্বৈরশাসকের মানসিকতার দিকে ঠেলে দেয়।”
টিবিডির পরিচালক সাইফ রুবাবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া, আইনজীবী রাশনা ইমাম, অ্যাডকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী, বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইসরাফিল খসরু, ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি শাহাদাত হোসেন, প্রধান মডারেটর অধ্যাপক আকতারুজ্জামান এবং টিবিডির ব্যবস্থাপনা পরিচালক রুবায়েত মান্নান রাফি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?