দেশের বিভিন্ন স্থানে শো-রুম উদ্বোধন এবং কনসার্টে বাধার মুখে পড়ছেন অভিনেত্রী ও শিল্পীরা। এবার এ বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) আয়োজনে গতকাল পর্দা উঠে ১১তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের। দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী দিনে অতিথি ছিলেন নুসরাত ফারিয়া। অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নুসরাত ফারিয়া বলেন, "এটা খুবই কষ্টকর একটি ব্যাপার। এভাবে চলতে থাকলে শিল্পীদের জন্য কাজ করা কঠিন হয়ে যাবে। সংস্কৃতি আমাদেরই বাঁচিয়ে রাখতে হবে। সিনেমার বাইরেও আমাদের অনেক কাজ থাকে। দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। যদি আমাদের বাধা দেওয়া হয়, তাহলে শিল্পীদের জন্য বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাবে।"
শিল্পীদের অনুষ্ঠান এবং কনসার্টে বাধা প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, শুধু পর্দায় কাজ করে শিল্পীদের সার্ভাইভ করা কঠিন। ওপেন এয়ার কনসার্ট ও শো-রুম উদ্বোধন আমাদের আয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সেটি ভুলে গেলে চলবে না। অভিনেত্রীদের সমাজে অনেক কিছু কন্ট্রিবিউট করার সুযোগ আছে। আমাদের কাজকে সম্মান জানানো উচিত।"
প্রসঙ্গত, স্টার সিনেপ্লেক্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালে ২৮টি দেশের চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। আজ এই চলচ্চিত্র উৎসবের সমাপনী দিন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?