ভারতীয় সিনেমার ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত—লন্ডনের বিখ্যাত লিসেস্টার স্কোয়ারে বসছে শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (DDLJ)-এর আইকনিক দৃশ্যের ব্রোঞ্জের মূর্তি। এটি হতে চলেছে প্রথম ভারতীয় সিনেমা, যার চরিত্র মূর্তি হিসেবে স্থান পাচ্ছে ‘Scenes in the Square’ নামক চলচ্চিত্র ট্রেইলে।
এই বসন্তেই বসানো হবে এই মূর্তি, যেখানে আগে থেকেই রয়েছে হ্যারি পটার, মি. বিন, মেরি পপিনসের মতো বিশ্ববিখ্যাত চরিত্রদের স্মারক। লন্ডনের বুকে এবার জায়গা করে নিল বলিউডের চিরন্তন প্রেমগাথাও।
আয়োজক সংস্থা হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালায়েন্স জানিয়েছে, DDLJ-এর ৩০ বছর পূর্তিকে সম্মান জানাতেই এই উদ্যোগ। ১৯৯৫ সালের এই সুপারহিট ছবির বহু দৃশ্যই ধারণ করা হয়েছিল লন্ডনের টাওয়ার ব্রিজ, হাইড পার্ক, কিংস ক্রস স্টেশন এবং লিসেস্টার স্কোয়ারে। এবার সেই শহরেই চিরস্থায়ীভাবে রয়ে যাবে রাজ-সিমরনের প্রেমের স্মৃতি।
সংস্থার ডেপুটি চিফ মার্ক উইলিয়ামস বলেন, “DDLJ শুধুই বলিউড নয়, এটি বৈচিত্র্যপূর্ণ লন্ডনের সংস্কৃতিকেও তুলে ধরে। এই মূর্তি কেবল সিনেমার প্রতি শ্রদ্ধা নয়, বরং সংস্কৃতির সংযোগও।”
যশরাজ ফিল্মস-এর কর্ণধার অক্ষয় উইধানি বলেন, “DDLJ যে মুহূর্তে মুক্তি পায়, তখন থেকেই এটি ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে তুলে ধরেছিল। আজ সেই গল্পের স্বীকৃতি বিশ্বের অন্যতম সিনেমা রাজধানীতে—এটি শুধু সম্মান নয়, এক অনন্য সেতুবন্ধন।”
এখানেই শেষ নয়। রাজ-সিমরনের প্রেমকাহিনি এবার ধরা দেবে মঞ্চে। ২৯ মে, ২০২৫-এ ম্যানচেস্টার অপেরা হাউসে প্রিমিয়ার হবে ‘Come Fall in Love – The DDLJ Musical’, যেখানে থিয়েটারের আলো-আঁধারিতে বেজে উঠবে সেই পুরনো প্রেমের সুর।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?