clock ,

‘মরণফল’ পংপং: দেখতে আপেল, ছুঁলেই মৃত্যু

‘মরণফল’ পংপং: দেখতে আপেল, ছুঁলেই মৃত্যু

দেখতে নিরীহ, ঝুলছে গাছেইমনে হবে টাটকা ফল, ছিঁড়ে খেলেই বুঝি পেট ভরে যাবে। কিন্তু ফল ছোঁয়ার মানেই ভয়াবহ বিপদ, এমনকি নিশ্চিত মৃত্যু! এই মারণ গাছের নাম পংপং (Pong Pong Tree) এর প্রতিটি ফলে রয়েছে চরম বিষ, যা মুহূর্তে কেড়ে নিতে পারে প্রাণ।

পংপং গাছ মূলত দক্ষিণ-পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ, কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়ায় জন্মায়। স্থানীয়দের কাছে এটি পরিচিত "আত্মহত্যার গাছ" নামে। কারণ, এর ফল এতটাই বিষাক্ত যে কেউ যদি এটি খেয়ে ফেলে, অল্প সময়ের মধ্যেই হার্ট অ্যাটাকে মৃত্যু ঘটতে পারে।

ফলের রূপ অনেকটা আপেলের মতো হলেও এর মধ্যে লুকিয়ে রয়েছে প্রাণঘাতী উপাদান। পেটের মধ্যে গেলেই শুরু হতে পারে বমি, রক্তবমি, স্নায়ুবিক অচলাবস্থা, এমনকি মৃত্যু। আশঙ্কাজনকভাবে, হাসপাতালে নিয়ে গেলেও অনেক সময় কিছুই করা সম্ভব হয় না।

ইতিহাস বলছে, বহু মানুষ আত্মহত্যার উদ্দেশ্যে এই ফল খেয়ে মৃত্যুবরণ করেছেন। যাঁরা বেঁচে ফিরেছেন, তাঁরা আজীবন পঙ্গু অবস্থায় কাটিয়েছেন।

এই গাছের আশপাশে থাকলে ছোট ছোট প্রাণীরাও বিপদের মুখে পড়ে। ফলের বিষ এতটাই মারাত্মক যে কোনও পোকামাকড় এটিতে কামড় দিলে সেখানেই মারা যায়। স্বাদ অত্যন্ত তিতো হওয়ায় অনেকেই সাবধান হন, কিন্তু ভুল করে যদি কেউ খেয়ে ফেলে, ফেরার আর পথ থাকে না।

এই গাছের ছায়া থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। কারণ এটি শুধু একটি গাছ নয়, যেন যমদূতই হাত বাড়িয়ে আছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য