মা হওয়ার আনন্দের মধ্যেই জীবনের আর এক বড় প্রাপ্তির সামনে কিয়ারা আদবানি। ‘মেট গালা ২০২৫’-এর লাল গালিচায় প্রথমবারের মতো দেখা যাবে বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে। গেল বছর ‘কান চলচ্চিত্র উৎসব’-এ অভিষেক ঘটেছিল কিয়ারার; এবার বিশ্ব ফ্যাশনের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চে তিনি হাঁটবেন নতুন রূপে—একজন হবু মা হিসেবে।
এই বছরের মেট গালা থিম— ‘The Beauty of Black: Elegance in Darkness’। সেই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই কিয়ারার লুক ডিজাইন করা হচ্ছে বলে জানা গেছে। এর আগে দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও ঐশ্বর্য রাই বচ্চনের মতো তারকারা মেট গালায় নজর কেড়েছেন, এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে কিয়ারার নামও—যার জন্য বলিউডে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে।
সম্প্রতি নিজেদের ইনস্টাগ্রাম পোস্টে সাদা রঙের একটি ছোট্ট মোজার ছবি শেয়ার করে সন্তান আগমনের সুখবর দেন কিয়ারা ও সিদ্ধার্থ মলহোত্রা। ক্যাপশনে লেখেন, "আমাদের জীবনের সেরা উপহার, শীঘ্রই আসছে।" এই ‘পাওয়ার কাপল’-এর জীবনে এখন যেন উৎসবের মরশুম। বন্ধু, সহকর্মী ও অনুরাগীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন হবু মা-বাবাকে।
এদিকে, মাতৃত্ব উপভোগ করার জন্য কিয়ারা ইতিমধ্যেই ফারহান আখতারের 'ডন ৩' থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা যাচ্ছে। এখন তাঁর সমস্ত মনোযোগ আসন্ন মাতৃত্ব ও পারিবারিক জীবনের দিকে।
মা হওয়ার আগে এমন আন্তর্জাতিক মঞ্চে নিজের ছাপ ফেলতে চলা কিয়ারার জন্য নিঃসন্দেহে এটি এক ঐতিহাসিক মুহূর্ত।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?