clock ,

রোজির সমালোচনায় ক্ষুব্ধ ট্রাম্প, নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকি

রোজির সমালোচনায় ক্ষুব্ধ ট্রাম্প, নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকি

মার্কিন কমেডিয়ান টক শো উপস্থাপক রোজি ডোনেলকে নিয়ে বেজায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি টেক্সাসে ভয়াবহ বন্যা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে রোজির সমালোচনার পর, ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিয়েছেনরোজির মার্কিন নাগরিকত্ব বাতিলের বিষয়টি তিনি গুরুত্বসহকারে বিবেচনা করছেন।

ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যমট্রুথ সোশ্যালেলিখেছেন, “রোজি ডোনেল আমাদের মহান দেশের স্বার্থের উপযুক্ত নন। আমি তার নাগরিকত্ব বাতিল নিয়ে ভাবছি।তিনি আরও লেখেন, “সে মানবতার জন্য হুমকি। তার আয়ারল্যান্ডে থাকা উচিতযদি তারা তাকে নেয়। ঈশ্বর আমেরিকাকে রক্ষা করুন।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই অননুমোদিত অভিবাসীদের দেশছাড়া করার কথা বলে আসছেন। এবার আরও এক ধাপ এগিয়ে তিনি এমনকি সমালোচনাকারী মার্কিন নাগরিকদেরও বহিষ্কারের ইঙ্গিত দিচ্ছেন। যদিও মার্কিন আইনে জন্মসূত্রে পাওয়া নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার প্রেসিডেন্টের নেই। রোজি ডোনেল নিউইয়র্কে জন্মগ্রহণ করেছেন এবং তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিক।
চলতি জুলাই মাসে টেক্সাসে ভয়াবহ বন্যায় অন্তত ১১৯ জনের প্রাণহানির পর টিকটকে একটি ভিডিও প্রকাশ করেন রোজি। সেখানে তিনি নিহতদের প্রতি শোক জানানোর পাশাপাশি ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

রোজির দাবি, “এই বন্যার পূর্বাভাস দেওয়া সম্ভব ছিল, যদি ট্রাম্প প্রশাসন আবহাওয়া পরিবেশ সংস্থাগুলোতে বাজেট কাটছাঁট না করত। এই অব্যবস্থাপনার কারণেই এত প্রাণহানি হয়েছে।

তিনি বলেন, “যখন প্রেসিডেন্ট এমন সিদ্ধান্ত নেন, যা জরুরি সতর্কতা ব্যবস্থা ব্যর্থ করে দেয়, তখন তার মাশুল সাধারণ মানুষকেই দিতে হয়।

রোজির বক্তব্য সামনে আসার পরই ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। রাজনৈতিক প্রতিপক্ষ সমালোচকদের নিয়ে ব্যক্তিগত আক্রমণে এর আগেও ট্রাম্পের কুখ্যাতি রয়েছে, তবে এই প্রথমবার তিনি একজন মার্কিন নাগরিকের জন্মসূত্রে পাওয়া নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকি দিলেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য