গাজায় ইসরাইলি বাহিনীর লাগাতার আক্রমণের বিরুদ্ধে এবার আওয়াজ তুলেছেন ইসরাইলি সামরিক বাহিনীর সদস্যরাই। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ইসরাইলি বিমান বাহিনীর বর্তমান ও সাবেক এক হাজার সদস্য এক খোলা চিঠিতে গাজায় জিম্মি থাকা ব্যক্তিদের নিরাপদে ফেরানোর আহ্বান জানিয়ে বলেছেন, "প্রয়োজনে যুদ্ধ থামাতে হলেও আমরা প্রস্তুত।"
চিঠিতে লেখা হয়, “এই যুদ্ধ বর্তমানে নিরাপত্তার জন্য নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট। ইতিহাসই বলে, কেবল আলোচনার মাধ্যমেই জিম্মি মুক্তি সম্ভব।”
এই গুরুত্বপূর্ণ চিঠির অন্যতম স্বাক্ষরকারী হলেন ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল দান হালুৎজ।
এদিকে চিঠির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি একে ইসরাইলি সমাজে বিভক্তি সৃষ্টির অপচেষ্টা বলে আখ্যায়িত করেছেন। প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ চিঠির ‘আইনগত বৈধতা’ নিয়েও প্রশ্ন তুলেছেন এবং সেনাবাহিনীর “দায়িত্ব যথাযথভাবে পালনের” তাগিদ দিয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত গাজায় নতুন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ২০ জন এবং আহত হয়েছেন আরও ১০৬ জন।
গত ১৮ মার্চ যুদ্ধবিরতির পর আবার শুরু হওয়া আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৪২ জন এবং আহত হয়েছেন ৩,৯৪০ জন।
সামগ্রিকভাবে, ১৮ মাসে গাজায় ইসরাইলি হামলায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫০,৯১২ জন এবং আহতের সংখ্যা ১,১৫,৯৮১ জন।
পাশাপাশি পশ্চিম তীরেও ইসরাইলি অভিযান অব্যাহত রয়েছে। নাবলুসে স্বাধীনতাকামীদের সঙ্গে ইসরাইলি সেনাবাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে হতাহতসংক্রান্ত বিস্তারিত এখনো প্রকাশ হয়নি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?