যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে কমপক্ষে ৩৪ জন প্রাণ হারিয়েছে। শুধুমাত্র মিসৌরিতেই মারা গেছে ১২ জন। এছাড়া, কানসাসে ধুলিঝড়ে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছে আরও আটজন।
জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত মোট ২৬টি টর্নেডো আঘাত হানে। মিসিসিপি, মিসৌরি, আরকানসাস ও ইলিনয়ের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ঝড় ও বজ্রপাতের কারণে ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ট্র্যাকার পাওয়ারআউটেজের তথ্যানুসারে, মিশিগান, মিসৌরি ও ইলিনয়সহ পাঁচটি রাজ্যে ১ লাখ ৭০ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
মিসিসিপির গভর্নর টেট রিভস জানিয়েছেন, রাজ্যজুড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর ব্রায়ান কেম্প বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন।
আবহাওয়া বিশেষজ্ঞরা আরও তীব্র ঝড়ের আশঙ্কা করছেন, বিশেষ করে পূর্ব লুইসিয়ানা, পশ্চিম জর্জিয়া, মধ্য টেনেসি ও ফ্লোরিডার প্যানহ্যান্ডেল এলাকায়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?