জামালপুরের সরিষাবাড়ীতে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে বজলুর রহমান (৩০) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) ইফতারের পর সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় রওদাতুল আতফাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে ওই শিক্ষক মাদ্রাসার দুই ছাত্রকে বলাৎকার করে আসছিলেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বজলুর রহমানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
ভুক্তভোগীদের মধ্যে একজনের মা জানান, তার দশ বছরের ছেলে গত দুই মাস ধরে নির্যাতনের শিকার হচ্ছিল। ভয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে সে পরিবারকে ঘটনাটি জানায়।
অন্য এক ভুক্তভোগীর মা জানান, তার নয় বছরের ছেলেকেও চার মাস ধরে একইভাবে বলাৎকার করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?