clock ,

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ ভেনেজুয়েলা: ২৩৮ নাগরিককে এল সালভাদরে পাঠানো হলো

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ ভেনেজুয়েলা: ২৩৮ নাগরিককে এল সালভাদরে পাঠানো হলো

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলার ২৩৮ নাগরিকসহ মোট ২৬১ ব্যক্তিকে এল সালভাদরের কারাগারে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন, ভেনেজুয়েলার কুখ্যাত অপরাধী গ্যাংট্রেন ডি আরাগুয়ার২৩৮ সদস্যসহ এমএস-১৩ গ্যাংয়ের ২৩ সদস্যকে এল সালভাদরের উচ্চ নিরাপত্তাসম্পন্ন কারাগারে রাখা হয়েছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র এল সালভাদরকে অর্থ সহায়তা দেবে।


ট্রাম্প প্রশাসন ১৭৯৮ সালের যুদ্ধকালীন আইনএলিয়েন এনেমি অ্যাক্টব্যবহার করে দ্রুত এই প্রত্যর্পণ কার্যকর করে। যদিও ওয়াশিংটনের কেন্দ্রীয় আদালতের বিচারক জেমস বোসবার্গ এই আইনের প্রয়োগ দুই সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দেন, কিন্তু ততক্ষণে বন্দিদের পাঠানো সম্পন্ন হয়।


ভেনেজুয়েলা এই পদক্ষেপকে "মানবাধিকারের চরম লঙ্ঘন" এবং "নাৎসি বন্দিশিবিরের ইতিহাস পুনরাবৃত্তি" বলে নিন্দা জানিয়েছে। এল সালভাদরে পাঠানো বন্দিদের এক বছরের জন্য সন্ত্রাসবাদ বন্দিশিবিরে আটক রাখা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বুকেলে।


যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য