আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা বাড়িয়ে ৪ লাখ টাকা করার সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। রোববার রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এই প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে। তাই করমুক্ত আয়সীমা বাড়ানো সময়ের দাবি। বর্তমানে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা। সিপিডি চাইছে, এটি বাড়িয়ে ৪ লাখ টাকা করা হোক।
কেন করমুক্ত আয়সীমা বাড়ানো জরুরি?
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের মুখে রয়েছে বাংলাদেশ ব্যাংক।
খাদ্য মূল্যস্ফীতি গ্রামে শহরের তুলনায় বেশি।
নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ওপর করের চাপ কমাতে এই উদ্যোগ প্রয়োজন।
সিপিডি আরও প্রস্তাব দিয়েছে, রাজস্ব নীতি ও রাজস্ব প্রশাসনকে পৃথক করার জন্য এনবিআরের প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন। এটি আইএমএফের শর্তেরও অংশ, যা কর ব্যবস্থার দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে।
সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান এবং গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ অন্যান্য গবেষকরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?