লাতিন আমেরিকার চার দেশের ৫ লাখ ৩০ হাজার অভিবাসীকে ২৪ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র সরকারের ফেডারেল নোটিশে জানানো হয়েছে, কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা এসব অভিবাসীর অস্থায়ী বৈধ মর্যাদা বাতিল করা হবে।
বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া CHNV স্পনসরশিপ প্রক্রিয়ায় (কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার জন্য) এই অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল। এর লক্ষ্য ছিল বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত করা। তবে নতুন নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দেশ না ছাড়লে তাদের পারমিট ও বহিষ্কার সুরক্ষা বাতিল করা হবে।
এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত লাতিন আমেরিকার এসব অভিবাসীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?