যশোর সদর উপজেলার রামনগর ভাটপাড়া এলাকায় একদিন আগে নিখোঁজ হওয়া তানভির হাসান নিশান (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে নিশানের বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নিশান স্থানীয় খাইরুল বাশারের ছেলে এবং ভাটপাড়া আলিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
নিশানের
স্বজনরা জানান, ২৭ এপ্রিল সন্ধ্যা
সাতটার দিকে বাড়ির পাশের
দোকানে যাওয়ার কথা বলে বের
হয় সে। এরপর আর
ফেরেনি। মোবাইল ফোনও বন্ধ পাওয়া
যায়। পরে রাত সাড়ে
১০টার দিকে অপরিচিত এক
ব্যক্তি নিশানের ফোন থেকে কল
করে ৫ হাজার টাকা
মুক্তিপণ দাবি করে ফোন
কেটে দেয়।
ঘটনার পরদিন পরিবারের পক্ষ থেকে যশোর
কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি
(জিডি) করা হয়।
সোমবার দুপুরে স্থানীয় এক ব্যক্তি পুকুরে কাজ করার সময় পানির নিচে কিছু আটকে যাওয়ার অনুভব করেন। পরে তিনি দেখতে পান, পাথর দিয়ে চেপে রাখা একটি মরদেহ, যার হাত-পা বাঁধা ছিল লুঙ্গি দিয়ে। পরিচয় নিশ্চিত হলে পুলিশকে খবর দেওয়া হয়।
পরে যশোর কোতোয়ালি থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, এটি একটি রহস্যজনক মৃত্যু। আমরা তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করছি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?