ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা এড়াতে তীব্র মোড় নেওয়ার সময় মার্কিন নৌবাহিনীর একটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে গেছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটির মূল্য ছিল ৬ কোটি মার্কিন ডলারের বেশি।
ঘটনাটি ঘটেছে রোববার (২৭ এপ্রিল) রাতে মধ্যপ্রাচ্যের রেড সি এলাকায় মোতায়েন মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান-এর ডেকে। সিএনএন এক প্রতিবেদনে জানায়, হুতি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জাহাজটি হঠাৎ দিক পরিবর্তন করলে, বিমানের ভারসাম্য হারিয়ে তা পানিতে পড়ে যায়।
নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, "জেটটিকে টো ট্র্যাক্টর দিয়ে সরানো হচ্ছিল, ঠিক তখনই জোরালো মোড় নেওয়ার সময় দুটোই পানিতে পড়ে যায়। তবে টানার দলের সদস্যরা নিরাপদ দূরত্বে চলে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।"
এ ঘটনায় কেউ নিহত হয়নি, তবে একজন সামান্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে নৌবাহিনী।
এদিকে হুতি গোষ্ঠী দাবি করেছে, তারা ইউএসএস ট্রুম্যান লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনী এখনো এই দাবি যাচাই করছে।
উল্লেখ্য, ইউএসএস ট্রুম্যান এর আগেও হুতি বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফেব্রুয়ারিতে মিশরের কাছে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা, এবং ডিসেম্বরে ভুলবশত ইউএসএস গেটিসবার্গের গুলিতে ট্রুম্যানের আরেকটি জেট ধ্বংস হওয়ার ঘটনা ঘটেছিল।
তবে নৌবাহিনী আশ্বস্ত করেছে, এই ঘটনার পরও ট্রুম্যান স্ট্রাইক গ্রুপ পুরোপুরি মিশনের জন্য প্রস্তুত রয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?