মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতায় বাস্তুচ্যুত হয়ে আসা নতুন ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।
সোমবার (২৯ এপ্রিল) এই অনুরোধের বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা শরণার্থী বিষয়ক সরকারি সংস্থা রেফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশন (আরআরআরসি)-এর কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি তুরস্কভিত্তিক রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে বলেন, "গত সপ্তাহে ইউএনএইচসিআরের একটি চিঠি পেয়েছি, যেখানে নতুন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আশ্রয় চাওয়া হয়েছে।"
তিনি জানান, নতুন আসা রোহিঙ্গারা বর্তমানে কক্সবাজারের আশপাশে স্কুল, মসজিদ ও খোলা জায়গায় অস্থায়ী তাঁবু টানিয়ে অবস্থান করছে। আনাদোলু তাদের প্রতিবেদনে বলছে, এই নতুন রোহিঙ্গাদের মধ্যে প্রায় ২৯ হাজার ৬০৭টি পরিবার, যার মধ্যে শুধু গত সপ্তাহেই ১ হাজার ৪৪৮টি পরিবার রাখাইন থেকে পালিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
কমিশনার মিজানুর রহমান বলেন, "নতুন রোহিঙ্গাদের শিবিরে আশ্রয় দিতে ইউএনএইচসিআর চাপ দিচ্ছে। তবে বাংলাদেশ সরকার এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি।" তিনি আরও বলেন, "ক্রমাগত রোহিঙ্গা আগমনের ফলে তাদের স্বেচ্ছা প্রত্যাবাসন প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়তে পারে—এমন আশঙ্কা রয়েছে।"
উল্লেখ্য, বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে, যাদের বেশিরভাগই ২০১৭ সালের আগস্টে মিয়ানমারে সেনাবাহিনীর দমন-পীড়নের পর পালিয়ে এসেছিল।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?