আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের উদ্যোগ থাকলেও, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সমর্থন প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণে অংশীজনদের নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন।
তিনি বলেন, “দায়িত্ব নেওয়ার পর থেকেই ওয়াদা করেছিলাম যে, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করবো। সেই লক্ষ্যে কাজ করেছি। প্রবাসীরাও আমাদের সঙ্গে দেখা করে এ বিষয়ে দাবি জানিয়েছেন। আমরা বুয়েট, ডুয়েট, এমআইএসটি ও দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে যুক্ত করে বাস্তবভিত্তিক ব্যবস্থা তৈরির চেষ্টা করেছি।”
সিইসি আরও বলেন, “দেশের আর্থসামাজিক অবস্থা, সাক্ষরতার হারসহ নানান বিষয় বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞরা কিছু প্রস্তাব দিয়েছেন। তবে রাজনৈতিক দলগুলোর সমর্থন না পেলে বাস্তবায়ন কঠিন হবে। আমরা চাই অন্তত একটি সীমিত পরিসরে যাত্রা শুরু হোক। পাশের দেশ ভারত এখনো এটি চালু করতে পারেনি, তবে আমরা শুরু করতে চাই।”
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “দেশের মোট ভোটারের প্রায় ১০ শতাংশই প্রবাসী। তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে নির্বাচন আরও অন্তর্ভুক্তিমূলক হবে।”
ইসি সচিব আখতার আহমেদ বলেন, “প্রবাসীরা ভোট দিতে না পারলে কাস্ট হারে প্রভাব পড়ে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই প্রবাসীরাও এই ভোট উৎসবে অংশ নিক।”
সেমিনারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মতিউর রহমান আকন্দ, নির্বাচন কমিশনাররা, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধি সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?