clock ,

রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী গ্রহণ করলেন অশ্বিন

রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী গ্রহণ করলেন অশ্বিন

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল বোলার রবিচন্দ্রন অশ্বিন পদ্মশ্রী সম্মাননা গ্রহণ করলেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

চলতি বছরের জানুয়ারিতে ভারত সরকার ২০২৪ সালের পদ্ম পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করেছিল। সেই তালিকায় অশ্বিনের পাশাপাশি জায়গা পেয়েছিলেন ভারতের সাবেক হকি তারকা পি আর শ্রীজেশ, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সাবেক চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য এবং শিল্পপতি পবন কুমার গোয়েঙ্কা।

রবিচন্দ্রন অশ্বিন গত বছরের শেষদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তবে ঘরোয়া ক্রিকেট, বিশেষ করে আইপিএল খেলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তার দীর্ঘ ক্যারিয়ারে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে তিনি ৪০০-এর বেশি উইকেট শিকার করেন। উইকেট সংগ্রহের দিক থেকে তিনি বর্তমানে অনিল কুম্বলের পরে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি।

এছাড়া, ভারতীয় হকি দলের সাবেক গোলরক্ষক পি আর শ্রীজেশ পদ্মভূষণ সম্মাননায় ভূষিত হয়েছেন। ভারতের হয়ে অলিম্পিকে দুটি পদক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

অনুষ্ঠানে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত আরও অনেক গুণী ব্যক্তিত্বের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য