মিথ্যা তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) চাকরি নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক মামলাটি দায়ের করেন। একইদিন, ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
প্রথম মামলায় পুতুলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি মিথ্যা তথ্য দিয়ে ২০২৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ নিয়েছেন। অভিযোগ অনুযায়ী, সায়মা ওয়াজেদ পুতুল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং শিক্ষা ম্যানুয়েল তৈরি বা রিভিউ সংক্রান্ত কার্যক্রমে অংশ না নিয়েও নিজের সিভিতে ওই কাজের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করেছেন। এর ফলে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভ করেন, যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করা হচ্ছে।
আরেকটি মামলায় অভিযোগ আনা হয়েছে যে, পুতুল তার সুচনা ফাউন্ডেশনের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সদস্যভুক্ত ২০টি ব্যাংককে তাদের সিএসআর ফান্ড থেকে ৩৩ কোটি টাকা দিতে বাধ্য করেছেন। এই টাকা তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের সহযোগিতায় নেন।
এ মামলার পরিপ্রেক্ষিতে দুদক পুতুলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং মামলা দায়েরের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আরও তদন্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?