clock ,

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী গ্রেপ্তারে অভিযান, আটক ৬৪ জন

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী গ্রেপ্তারে অভিযান, আটক ৬৪ জন

স্বেচ্ছা প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার পর থেকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। সর্বশেষ রাজধানী কুয়ালালামপুরের জালান কেপং এলাকায় অভিযান চালিয়ে তিন বাংলাদেশিসহ ৬৪ অভিবাসীকে আটক করা হয়েছে।

সোমবার ( ফেব্রুয়ারি) মধ্যরাতে জালান কেপংয়ের জালান মেট্রো পেরদানা তৈমুর -এর একটি তিনতলা আবাসিক ভবনে অভিযান চালানো হয়।

কুয়ালালামপুরের ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে জানান, দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা অভিযানে ১৩৬ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ১০ জন নারীসহ ৬৪ জনকে অবৈধ অভিবাসী হিসেবে শনাক্ত করে আটক করা হয়।

আটকদের কারও কাছে বৈধ কাগজপত্র ছিল না, যার ফলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

আটকদের মধ্যে মিয়ানমারের ৫৬, তিনজন বাংলাদেশি, তিনজন পাকিস্তানি দুইজন ভিয়েতনামের নাগরিক রয়েছেন। আটকদের কোনো বৈধ কাগজপত্র নেই।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য