clock ,

মাত্রাতিরিক্ত বিমান ভাড়ায় ক্ষুব্ধ আমিরাত প্রবাসীরা

মাত্রাতিরিক্ত বিমান ভাড়ায় ক্ষুব্ধ আমিরাত প্রবাসীরা

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশে বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রবাসীরা অতিরিক্ত বিমান ভাড়ার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া, কনস্যুলেট সেবা সহজীকরণ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট জন্ম নিবন্ধন সংশোধনের সুযোগ কনস্যুলেটের মাধ্যমেই দেওয়ার দাবি জানান তারা। প্রবাসীরা আরও আশা করেন, সেবাগ্রহীতাদের সঙ্গে কনস্যুলেট কর্মকর্তারা সম্মানজনক আচরণ করবেন।

রোববার ( ফেব্রুয়ারি) বাংলাদেশ সমিতি শারজাহ হলরুমে সাধারণ প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। এসময় তিনি প্রবাসীদের অভিযোগ পরামর্শ শোনেন এবং সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

কনসাল জেনারেল জানান, কনস্যুলেটে সেবা নিতে গিয়ে কেউ অসদাচরণের শিকার হলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া মাত্রই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান এবং প্রতিযোগিতামূলক শ্রমবাজারে টিকে থাকতে দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতি শারজার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার করিমুল হক। সভা সঞ্চালনা করেন লেবার কাউন্সেলর আব্দুস সালাম। এতে উপস্থিত ছিলেন প্রথম সচিব শাহনাজ পারভীন, প্রেস উইং প্রতিনিধি আরিফুর রহমান, জনতা ব্যাংকের ম্যানেজার মুহাম্মদ আরিফকমিউনিটি ব্যক্তিত্ব মোস্তাফা মাহমুদ এনাম চৌধুরী, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই সভাপতি মামুনুর রশীদ, সহ-সভাপতি এস এম মোদাসসের শাহ এবং বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, অর্থ সম্পাদক আবুল কালাম।

মতবিনিময় সভায় শারজাহর বিভিন্ন কোম্পানিতে কর্মরত দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। তারা নানা সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানের আশ্বাস পান।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য