clock ,

মালদ্বীপে বায়োমেট্রিক নিবন্ধন না করলে বহিষ্কার করা হবে বিদেশি কর্মীদের

মালদ্বীপে বায়োমেট্রিক নিবন্ধন না করলে বহিষ্কার করা হবে বিদেশি কর্মীদের

মালদ্বীপে অবস্থানরত সব বিদেশি কর্মীকে চলতি মাসের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে তাদের বহিষ্কার করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বিদেশি কর্মীদের ৩০ এপ্রিলের মধ্যে ছবি আঙুলের ছাপসহ বায়োমেট্রিক তথ্য জমা দিতে হবে। নিয়োগকর্তাদেরও তাদের অধীনে থাকা কর্মীদের নিবন্ধন সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সীমা অমান্য করলে সংশ্লিষ্ট নিয়োগকর্তারা সরকারি পরিষেবা হারানোর ঝুঁকিতে পড়বেন এবং তাদের কর্মীরাও দেশ থেকে বহিষ্কৃত হবেন।

সরকার জানিয়েছে, মালদ্বীপে অবস্থানরত সমস্ত বিদেশি কর্মীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য গত বছর থেকে একটি বড় আকারের অভিযান চলছে। ইতিমধ্যে লক্ষাধিক অভিবাসী কর্মী প্রক্রিয়ার আওতায় নিবন্ধন করেছেন।

এদিকে মালদ্বীপে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ প্রবাসী বাংলাদেশিদের যথাসময়ে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। তিনি দেশটির সরকারি নির্দেশনা মেনে চলার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য