clock ,

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রোকসানা বেগম (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে পৌর সদরের নম্বর ওয়ার্ডের ছিলাধরচর সদরদী গ্রামে তার মরদেহ উদ্ধার করা হয়।

রোকসানা বেগম মালয়েশিয়া প্রবাসী ইমরান খানের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, চার কন্যা সন্তানের জননী রোকসানা দুই মাস আগে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে ইমরান খানকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

ভাঙ্গা থানার উপপরিদর্শক আফজাল হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ফ্ল্যাটের শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রোকসানার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য