ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও অন্তত ১৬৮ জন।
শনিবার (২৬ এপ্রিল) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, ফলে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি বাহিনী হামলা চালায়। ২০২৩ সালের অক্টোবরে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। দেড় বছরের বেশি সময় ধরে চলা অভিযানে এখন পর্যন্ত গাজায় ৫১ হাজার ৪০০ জন নিহত এবং ১ লাখ ১৬ হাজার ৪১৬ জন আহত হয়েছেন। নিহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।
এর আগে দুই মাস যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, গত ১৮ মার্চ তা ভঙ্গ করে আবারও সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।
এদিকে জাতিসংঘের আন্তর্জাতিক আদালত (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা গ্রহণ করেছে এবং দেশটির প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
তবে নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ দুর্বল করা এবং সকল জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত গাজায় অভিযান চালিয়ে যাওয়া হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?