ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত প্রবাসী বাংলাদেশিদের পরিবার সাড়ে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছে। মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সক্রিয় সহযোগিতায় এ অর্থ আদায় সম্ভব হয়েছে। এর মধ্যে নীলফামারীর রাফি ইসলাম একাই পেয়েছেন ৭০ হাজার ওমানি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা।
বুধবার (২৩ এপ্রিল) মাস্কাটের বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত খন্দকার মিজবাহ উল আলম ক্ষতিগ্রস্ত প্রবাসী ও তাদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন। এসময় দূতাবাসের শ্রম কাউন্সিলর মেজর রাফিউল ইসলামও উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০২২ সালে মাস্কাটের কয়াদিকবির এলাকায় কর্মস্থলে যাওয়ার সময় গালফার কোম্পানির একটি বাস দুর্ঘটনায় গুরুতর আহত হন রাফি ইসলাম। এরপর দুই বছরের বেশি সময় ধরে তিনি ওমানে চিকিৎসাধীন ছিলেন এবং বর্তমানে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
রাফি ইসলামের স্বজনরা দুর্ঘটনার পর থেকেই ক্ষতিপূরণের দাবিতে দূতাবাসের সহায়তা চেয়ে আসছিলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মিজবাহ উল আলম বলেন, প্রবাসীদের যেকোনো দুর্ঘটনা বা আইনি সমস্যায় স্থানীয় দালাল বা মধ্যস্বত্বভোগীদের শরণাপন্ন না হয়ে সরাসরি বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা উচিত।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?