পর্তুগালে অবস্থানরত অভিবাসীদের রেসিডেন্স পারমিটের আবেদন যদি অসম্পূর্ণ হয়, তা সরাসরি বাতিল করা হবে বলে জানিয়েছে দেশটির অভিবাসন ও শরণার্থী সংস্থা আইমা (এজেন্সি ফর ইন্টিগ্রেশন, মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম)। আগামী ২৮ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
সাম্প্রতিক বছরগুলোতে অনিয়মিত অভিবাসীদের জন্য স্বর্গরাজ্যখ্যাত পর্তুগাল এখন অভিবাসন নীতি কঠোর করছে। দেশের রাজনীতিতে অতি ডানপন্থিদের প্রভাব বৃদ্ধির পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
আইমা জানিয়েছে, রেসিডেন্স পারমিটের প্রথম আবেদন কিংবা নবায়নের ক্ষেত্রে সব প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণভাবে জমা না হলে আবেদন বাতিল বলে গণ্য হবে। এর ফলে, আবেদনকারীদের আবার নতুন করে পুরো প্রক্রিয়া শুরু করতে হবে।
আগের নিয়ম অনুযায়ী, আবেদনে ঘাটতি থাকলে সংশোধনের জন্য ১০ কার্যদিবস সময় দেওয়া হতো। তবে নতুন নিয়মে সংশোধনের সুযোগ থাকছে না। আবেদন জমার সময়ই সমস্ত নথি সঠিকভাবে উপস্থাপন করতে হবে।
আইমার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রক্রিয়া শুরুর সময়েই সম্পূর্ণ আবেদন গ্রহণ করলে দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। তবে অভিবাসন আইনজীবীরা এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। আইনজীবী এলেইন লিনহারেস একে ‘প্রশাসনিক নিয়ম লঙ্ঘন’ বলে উল্লেখ করে জানান, প্রশাসনিক কার্যবিধি অনুযায়ী, আবেদন সংশোধনের সুযোগ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
আরেক আইনজীবী কাতারিনা জুকারো বলেন, নতুন নিয়মে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন পর্তুগিজ ভাষায় দুর্বল অভিবাসীরা, বিশেষ করে যারা জটিল প্রশাসনিক প্রক্রিয়ায় অভ্যস্ত নন।
গোল্ডেন ভিসায় প্রক্রিয়া সহজতর
অন্যদিকে, ২০২৫ সালের জানুয়ারি থেকে গোল্ডেন ভিসার আওতায় রেসিডেন্স পারমিটের প্রক্রিয়া ডিজিটাল করা হয়েছে। এখন বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হচ্ছে এবং ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ ভাষার কাগজপত্র অনুবাদ ছাড়াই গ্রহণ করা হচ্ছে। আবেদন ফি-ও বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টের সময় পরিশোধ করা যাচ্ছে।
আইমা জানিয়েছে, এ পদক্ষেপের মাধ্যমে প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে।
অভিবাসীদের উদ্বেগ
চলতি মাসে রেসিডেন্স পারমিটের দীর্ঘসূত্রতার প্রতিবাদে লিসবনে আইমার সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন দেশের অভিবাসীরা। তারা সহজ ও সমানাধিকারভিত্তিক প্রক্রিয়া দাবি করেছেন।
পর্তুগালে দক্ষিণ এশীয় অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও নেপালের নাগরিকরা কৃষি, নির্মাণ ও রেস্টুরেন্ট খাতে কাজ করছেন। নতুন নিয়মে এসব শ্রমজীবী অভিবাসীদের জন্য রেসিডেন্স পারমিট পাওয়া আরও কঠিন হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিবাসী সংগঠন ও আইনজীবীরা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?