বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ প্রদান করা হচ্ছে। সোমবার (৩ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।
পোস্টে উল্লেখ করা হয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক ও মুক্ত চিন্তার প্রতিচ্ছবি হিসেবে আবরার ফাহাদের আত্মত্যাগ স্বীকৃত হয়েছে। তার এই সম্মাননা ন্যায়বিচারের পথে সবাইকে অনুপ্রাণিত করবে।
অন্যদিকে, আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ সম্প্রতি তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, আবরার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেল থেকে পালিয়ে গেছেন। তিনি জানান, জেমি ২০২৩ সালের ৫ আগস্টের পর থেকে নিখোঁজ, তবে এ তথ্য প্রকাশ করা হয়েছে অনেক পরে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। ২০২১ সালের ৮ ডিসেম্বর আদালত এ হত্যাকাণ্ডে জড়িত বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড এবং আরও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?