clock Saturday, 5 April 2025, ২২ চৈত্র ১৪৩১

সিঙ্গাপুরে বাংলার কণ্ঠ’র উদ্যোগে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সিঙ্গাপুরে বাংলার কণ্ঠ’র উদ্যোগে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রতি বছরের মতো সিঙ্গাপুর প্রবাসী বাংলাভাষীদের মুখপত্রবাংলার কণ্ঠ উদ্যোগে ভাষা শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।




একুশে ফেব্রুয়ারির দিন ছুটি না থাকায় প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে এবং জাতীয় অনুষ্ঠানটিকে আরও সাফল্যমণ্ডিত করার পাশাপাশি সর্বস্তরের প্রবাসীদের দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য ২২ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যায় একুশের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলার কণ্ঠ কার্যালয় বাংলাদেশ সেন্টারে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে প্রবাসীরা সহ এলাকাভিত্তিক বিভিন্ন সংগঠন/সমিতি বা ব্যক্তিগত উদ্যোগে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অনেক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করে।


সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসীরা নিজেরাই কবিতা আবৃত্তি সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আবু সুফিয়ান শফি। সঙ্গীত পরিবেশন করেন মিলন হালদার, মোঃ জসিম, আবু সুফিয়ান (শফি), মাসুদ আহম্মেদ এবং আবু সাইদ, আল ইসলাম, মন্জুরুল ইসলাম, আল মামুন সহ আরো অনেকে। তবলায় সহযোগিতা করেন জনি প্রিন্স সেবক এবং কিবোর্ড ছিলেন হাসান আল মামুন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য