clock ,

৬ জিম্মির বিনিময়ে ৬০০ ফিলিস্তিনি মুক্তি পাবে আজ

৬ জিম্মির বিনিময়ে ৬০০ ফিলিস্তিনি মুক্তি পাবে আজ

যুদ্ধবিরতি চুক্তির আওতায় আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সপ্তম দফায় আরও ছয় ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। এর বদলে ৬০২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামাস যে ছয়জন ইসরাইলিকে মুক্তি দিচ্ছে, তাদের তালিকায় রয়েছে এলিয়া কোহেন, ওমের শেম টভ, তাল শোহাম, ওমের ওয়েনকার্ট, হিশাম আল-সায়েদ আভেরা মেঙ্গিস্টো। এর মধ্যে মেঙ্গিস্টো আল-সায়েদ প্রায় এক দশক আগে গাজায় প্রবেশ করে আটকা পড়েছিলেন।

গাজার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ১৫ জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ৩৫০ বারের বেশি চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল। এসব লঙ্ঘনের মধ্যে রয়েছে গাজার পূর্ব সীমান্তে ইসরাইলি সেনাদের অনুপ্রবেশ, বিমান ড্রোন হামলা, সরাসরি গুলিবর্ষণ। এসব হামলায় ফিলিস্তিনিদের হতাহতের ঘটনাও ঘটেছে।

এছাড়া হামাস ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে গাজার কর্তৃপক্ষ। উত্তর গাজায় বাস্তুচ্যুতদের ফিরতে বাধা, আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা, চিকিৎসা সরঞ্জাম সরবরাহে বিলম্বএসব অভিযোগও উত্থাপন করা হয়েছে।

এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি এই পরিকল্পনাকে চাপিয়ে দিতে চান না, বরং প্রস্তাব আকারে উপস্থাপন করবেন।

তিনি আরও জানান, জর্ডান মিশর তার পরিকল্পনার বিরোধিতা করায় তিনি বিস্মিত। ট্রাম্প বলেন, "যদি যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেয়, তাহলে সেখানে হামাস থাকবে না, উন্নয়ন হবে, এবং সবকিছু নতুনভাবে শুরু করা যাবে।"



You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য