কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার প্রেক্ষাপটে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত বলিউড সিনেমা ‘আবির গুলাল’ ভারতে মুক্তি পাচ্ছে না। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
বহুল আলোচিত এই রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন আরতি এস বাগদি এবং প্রযোজনা করেছেন বিবেক বি আগরওয়াল। ফাওয়াদের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। আগামী ৯ মে সিনেমাটি মুক্তির কথা থাকলেও এখন তা বাতিল হয়েছে।
গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পর্যটনকেন্দ্র পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক এবং একজন কাশ্মীরি নিহত হন। এই ঘটনায় সারা ভারতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরই মধ্যে ফাওয়াদ খানের বলিউডে প্রত্যাবর্তন নিয়ে বিতর্ক তীব্র হয়।
এমএনএস (মহারাষ্ট্র নবনির্মাণ সেনা) নেতা রাজ ঠাকরের পক্ষ থেকে সিনেমাটির মুক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়। পেহেলগাম হামলার পর সেই প্রতিবাদ আরও জোরালো হয়। ভারতের বেশ কিছু প্রেক্ষাগৃহ সিনেমাটি প্রদর্শনে অস্বীকৃতি জানায় এবং বিনোদন খাতের একাধিক সংগঠন ‘আবির গুলাল’ বয়কটের আহ্বান জানায়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্র জানায়, "সিনেমাটি ঘিরে উদ্ভূত পরিস্থিতি এবং জনমত বিবেচনায় নিয়ে মুক্তির অনুমতি দেওয়া হচ্ছে না।"
সিনেমাটির নায়ক ফাওয়াদ খান পেহেলগামের হামলা নিয়ে ইনস্টাগ্রামে এক বিবৃতিতে বলেন, “এই জঘন্য হামলার ঘটনায় আমি মর্মাহত। ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য প্রার্থনা করি।” তবে তার এই বিবৃতি ভারতীয় জনমত প্রশমিত করতে পারেনি।
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) পুনরায় তাদের পাকিস্তানি শিল্পী বয়কট নীতিকে জোরালো করে এবং আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সিনেমাটির বিরুদ্ধে অবস্থান নেয়।
২০১৬ সালে উরি হামলার পর থেকে ভারতীয় চলচ্চিত্র ও সংগীত ইন্ডাস্ট্রিতে পাকিস্তানি শিল্পীদের কাজ করার বিষয়ে অলিখিত নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। তখন করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ফাওয়াদ খানের উপস্থিতি ঘিরেও বিতর্ক ছড়িয়েছিল। একইভাবে ২০১৭ সালে শাহরুখ খানের ‘রইস’ ছবিতে মাহিরা খানের অভিনয় নিয়েও বিতর্ক হয়।
ফাওয়াদ খান এর আগে বলিউডে ‘খুবসুরাত’, ‘কাপুর অ্যান্ড সন্স’ এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো হিট ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। তবে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে তার বলিউডে প্রত্যাবর্তন আপাতত স্থগিত।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?